হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হাসান (৪৮) শুক্রবার ভোর ৫টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নাা ল্লিাহি..... রাজেউন)। তিনি কয়েক বছর থেকে জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ গতকাল শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মো. আলমগীর হাসানের মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন