ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রশিদপুর স্টেশনের আউটারের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে বিসু সাওতাল (৪০) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট উপজেলার দারাগাও চা-বাগানের পুরানটিলার বাসিন্দা প্রবন সাওতালের ছেলে।
শুক্রবার সকালে স্থানীয় লোকেরা লাশটি রেলপথে পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন- রাতে চলাচলকারী কোন ট্রেনের নিচে কাটাপড়ে এ ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে শ্রীমঙ্গল রেলওয়ে থানায়। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন