শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র তেরাবাজার তুলা পট্টিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার ৪টি তুলার দোকান এবং গোডাউনসহ কমপক্ষে ১০টি বাসা-বাড়ি ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আজ ৮ এপ্রিল শুক্রবার দুপুর ১ টার দিকে তেরাবাজার তুলা পট্টির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয় তেরা বাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা ও মসজিদের মুসুল্লিরা আগুন নেভাতে এগিয়ে আসে। কিন্তু আশপাশে পুকুর বা পানির কোন সংস্থান না থাকায় সামন্য টিউবওয়েলের পানিতে আগুন নেভানো সম্ভব হয়নি। ফলে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায় এবং দ্রুত আশপাশের বাসা-বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে শেরপুর জেলার দুইটি এবং জামালপুর জেলার একটি অগ্নি নির্বাপক গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন