নড়াইলের নড়াগাতী থানার জয়নগর গ্রামে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ও দুপুরে দুই দফা এ সংঘর্ষ চলাকালে গ্রামের চারটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়াদুল হক জানান, জয়নগর গ্রামের বর্তমান মেম্বার বকুল হোসেন ও প্রতিপক্ষ আনসার আলী গ্রুপের মধ্যে আধিপত্য ও নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাভিক হয়। এরপর পুলিশ চলে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ঢাল, সড়কিসহ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
দুই দফা চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছে— রহমান মীর (৫০), আরজ আলী জমাদ্দার (৫০), শরীফুল জমাদ্দার (৩০), মিলন বিশ্বাস (২৫), আক্কাস আলী (২২) ও আরিফুল জমাদ্দারসহ (২০)। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন