নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার আদগ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালমা খাতুন আদগ্রামের ওয়াফেল আলীর স্ত্রী। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানায়, শুক্রবার সকালে সালমা খাতুন বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জার লাইন খুলতে চায়। এসময় ত্রুটিপূর্ণ লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর অবস্থায় সালমা খাতুনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন