নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী নুর নবী খোকনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালিয়েছে আবুল কালাম হুক্কার নেতৃত্বে সন্ত্রাসীরা।
সন্ত্রাসীরা এ সময় ছেনি দিয়ে কুপিয়ে প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম (৩৮), কলেজ পড়ুয়া ছেলে মো: নাঈম (২২), প্রেমা (১৩) ও টিশা (৯) সহ ৪ জনকে আহত করেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহিনুর বেগম নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করলে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন