বগুড়ায় শরীর জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শহরের স্থানীয় একটি ক্লিনিকে শিশু দুটির জন্ম হয়। শিশু দুটিই কন্যা শিশু। তাদের দু’জনের শরীর সামনে থেকে একসাথে জোড়া লাগানো।
শিশু দু’টির পিতা রফিকুল ইসলাম মসজিদের ইমাম। বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে। মা ফাতেমা বেগম গৃহিনী।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আশরাফ আলী জানান, শিশু দু’টির হাত-পা সহ অন্যান্য অঙ্গ আলাদা হলেও হৃদপিন্ড একটি। এ কারণে একটি শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে অন্যটিও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, একাধিকবার আলট্রাসনোগ্রাম করা হলেও গর্ভবতী ফাতেমার পেটে এধরনের জোড়া লাগানো শিশুর অস্তিত্ব ধরা পড়েনি।
শিশু দুটি বর্তমানে সুস্থ আছে। এদিকে, জোড়া লাগানো দুই শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ার পর শিশু দুটিকে একনজর দেখার জন্য লোকজন হাসপাতালে ভীড় করছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন