গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রামদিয়া সরকারী কলেজ মাঠে শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ আয়োজিত ৮ দলের ফুটবল টুর্নামেন্টে কাশিয়ানি একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে মোল্লারহাট একাদশ।
প্রথমার্ধের ১৫ মিনিটের সময় মোল্লারহাট একাদশের মুনিম গোল করে দলকে বিজয়ী করেন।
আজ শুক্রবার বিকেলে রামদিয়া সরকারী কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক শেখ ফজলে ফাহিম। অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোক্তার হোসেন, জেলা যুবলীগ সাধারন সম্পাদক এমবি সাইফ বি, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি কালার টেলিভিশন বিতরন করেন আনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম। খেলা পরিচালনা করেন রেফারী শাফিক আহম্মেদ ডিটু।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন