সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের উপর আবারও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের নিজ বাড়ির সামনে তার উপর এ হামলা চালানো হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বাইরে থেকে নিজ বাড়ি যাওয়ার পথে তার উপর দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারির পর নজরুল ইসলামের বাড়িতে কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটে। এতে সে আহত হন এবং তার ভাই সিরাজুল ইসলাম নিহত হয়েছিলেন। একই ঘটনায় তার ভগ্নিপতি কওছার আলী পঙ্গুত্ব বরণ করেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন