সিরাজগঞ্জের শাহজাদপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিককে রংপুরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের গ্রেফতারের দাবীতে শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ট্যাংকলরি শ্রমিকরা। এছাড়া উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানী তেল ও সার সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্যাংকলরি শ্রমিকরা।
শনিবার সকাল থেকে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার পক্ষ থেকে এ ধর্মঘট আহবান করা হয়। এদিকে, তেল সরবরাহ বন্ধ থাকায় উত্তরাঞ্চলে জ্বালানি সংকট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জানান, ২১শে মার্চ ট্যাংকলরি চালক কুরাইশ ও হেলপার রমজান আলীকে রংপুরে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার ১৫দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এই হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের গ্রেফতারপুর্বক শাস্তির দাবিতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহবান করেছে। খুনীদের গ্রেফতার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও তিনি জানান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ট্যাংকলরির দুই শ্রমিককে খুনের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। বিষয়টি নিয়ে রংপুরের কোতয়ালী থানার কর্মকর্তার সাথে কথা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আহম্মেদ জানান, ধর্মঘট অব্যাহত থাকলে উত্তরবঙ্গে তেল সরবরাহে প্রভাব পড়বে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনা চলছে।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৯