সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে জামতৈল স্টেশনের অদুরে আলোকদিয়া নামক স্থানে রেলের নীচে পড়ে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা জানান, পা কাটাবস্থায় পড়ে থাকা ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুপুরের দিকে সে মারা যায়। ওই নারীর পাশে পৌনে ২ বছর বয়সী একটি শিশু ছিল। শিশুটি বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সদর থানার উপ-পরির্দক আব্দুল বারিক জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৬/ হিমেল-১১