পটুয়াখালীতে একটি পিকআপ ভ্যানবোঝাই ১০ মণ জাটকা জব্দ করেছে সদর থানা পুলিশ। এসময় চালক মো. শাহিন সরদার (৩০)-কে আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজায় অভিযান চালায় পুলিশ।
সদর থানা অফিসার ইনর্চাজ কেএম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে একটি ছোট ট্রাকে বস্তা ভর্তি তিন ইঞ্চি সাইজের ১০ মণ জাটকা জব্দ করা হয়। ট্রাক ও চালককে আটক করা হয়।
আটককৃত শাহিনের বরাত দিয়ে পুলিশ জানায়, জব্দকৃত জাটকা শহরের হেতালিয়া বাধঘাট এলাকার শাহআলী মৎস্য আড়ৎ মালিক মো. রেজাউল চৌকিদারের। তিনি চাপিলা মাছ বলে শাহিনকে জানিয়েছেন। শনিবার দুপুরে জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন লিল্লাহ বোডিং ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৬/ রশিদা