গোপন ব্যালটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী মুন্সীগঞ্জ প্রেসক্লাবে নতুন কার্যকরি কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে কাজী সাব্বির আহমেদ দীপু (দৈনিক সমকাল), সাধারণ সম্পাদক পদে ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ) ও কাষাধ্যক্ষ সেতু ইসলাম (ইনডিপেন্টডেন্ট টিভি/মানবকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. সুজন হায়দার জনি (দেশ টিভি), যুগ্ন সম্পাদক মো. গোলজার হোসেন (দিনকাল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম (জনতা), ত্রান, কল্যাণ ও প্রচার সম্পাদক মো. জুয়েল রানা (ভোরের ডাক) ক্রীড়া সম্পাদক মো. হাসান জুয়েল (নবচেতনা)।
কার্যকরি সদস্যরা হলেন- মঞ্জুর মোর্শেদ (ইনকিলাব), শহীদ-ই-হাসান তুহিন (গাজী টিভি/যায়যায়দিন), মোজাম্মেল হোসেন সজল (মানবজমিন/অবজারভার/পূর্ব পশ্চিম), মামুনুর রশীদ খোকা (প্রতিদিনের সংবাদ)।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন