শেরপুরের শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামে ৮ বছরের এক শিশু তার চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে একই গ্রামের হামিদুর রহমানের ছেলে শাকিল (১৩) ঐ শিশুটিকে ডেকে ধান ক্ষেতে নিয়ে এ ঘটনা ঘটায় বলে পরিবারের অভিযোগ।
এদিকে ধর্ষিতা ওই শিশুকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি শ্রীবরদী উপজেলার রূপারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোবারক হোসেন জানান, ওই ধর্ষিতা শিশুকে শুক্রবার রাত সাড়ে ৯টায় হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের কথা গোপন করে দূর্ঘটনাজণিত আঘাতের কথা বলে ওই শিশুকে ভর্তি করা হলেও পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ওই শিশুর মা জানান, নিজেদের মধ্যে ঘটনা আপোষ মীমাংসার কথা চলছে। এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪