কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সিআইডি শনিবার দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছেন।
তনুর বাবা ইয়ার হোসেন এই অফিসে অফিস সহকারী পদে কর্মরত রয়েছেন। কুমিল্লা সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দ ও মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান বলেন, আমরা বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তদন্তের প্রয়োজনের আরো অনেককের সাথে কথা বলতে হবে।
এদিকে রবিবার সিআইডির ডিআইজি মাহবুব মহসিন কুমিল্লায় যাবেন। তিনি সেনানিবাসের ঘটনাস্থল ও তনুর পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য-গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতরে তার বাসার পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন