শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। দেশের কৃষকদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি হচ্ছে আজকের মানুষের বড় অস্ত্র। আমাদের আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। একদিন জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে আমাদের আগামী প্রজন্ম বিশ্ব জয় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের রজত জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সমন্বয়ক আতিকুর রহমান আতিক, সদস্য ফখরুল ইসলাম ও মোহাম্মদ আবদুল করিমের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অলোচকের বক্তব্য রাখেন শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, মেট্টোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, কামাল বাজার আলীম মাদরাসার অধ্যক্ষ এ.কে.এম মনোহর আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন