মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক স্কুলশিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে এবং প্রধান শিক্ষককের অপসারণ দাবিতে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও এক ঘণ্টা থানা ঘেরাও করে রাখে। শনিবার সকাল ১০টার দিকে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, উপজেলার ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ে ৬ এপ্রিল রাতে স্কুলের ৫টি কম্পিউটার চুরি হয়। প্রধান শিক্ষক পূর্বশত্রুতার জের ধরে ওই স্কুলের খণ্ডকালীন শিক্ষক মোস্তাক মাহমুদকে চোর সাজিয়ে শুক্রবার মামলা করলে রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে এ খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এলাকার মানুষ ক্ষোভে ফুসে উঠে এবং তারা থানা ঘেরাওসহ বিক্ষোভ মিছিল করে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের একাধিক শিক্ষক জানান, এটা প্রধান শিক্ষকের সাজানো নাটক, খণ্ডকালীন শিক্ষক মোস্তাক মাহমুদ প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তিনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিক্ষোভের ঘটনা সত্যতা স্বীকার করে জানান, উত্তেজিত শিক্ষার্থীদের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি উঠিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৬/মাহবুব