বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জয়ী এক ইউপি সদস্যর লোকজনের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ধান কাটায় বাধা দিতে গিয়ে মারপিটে আহত ওই পরাজিত প্রার্থী ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় মামলা হয়েছে।
পরাজিত সদস্য রফিকুল ইসলাম রুস্তম জানান, গত ২২ মার্চের নির্বাচনে তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে টিউবয়েল প্রতীক নিয়ে নির্বাচন করেন। নির্বাচনের পর থেকে জয়ী প্রার্থী কাজী মাহাতাব হোসেনের সমর্থক রেজা মোল্লা তার উপর বিভিন্ন সময়ে কারণে অকারণে চড়াও হত। এ ঘটনার জের ধরে গত শুক্রবার বিকেলে রেজা মোল্লা ১০-১২ জন লোক নিয়ে রস্তমের ২০ বছর ধরে ভোগদখলীয় জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে রুস্তম (৫০) ও তার স্ত্রী জান্নাতুল বেগম (৩৫) মারাত্মক আহত হয়। ইউপি সদস্য কাজী মাহাতাব হোসেন জানান, নির্বাচন নিয়ে তার কারও সাথে বিরোধ নেই।
ঘটনাস্থল পরিদর্শনকারী চিতলমারী থানার এসআই মোঃ মারফত আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন