সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের রাঙ্গালিয়াগাঁতী গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দু’জনে মামাতো ফুপাতো ভাই।
শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো, রাঙ্গালিয়াগাতী গ্রামের ফজলার রহমানের ছেলে আসিফ (৫) ও একই গ্রামের ফরিদুল ইসলাম তুলার ছেলে নাজমুল (৬)।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে শিশু আসিফ ও নাজমুল বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পাশের পুকুরের দিকে এগিয়ে যায়। কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিকেলে স্থানীয়রা পানিতে ওই ২ শিশুকে ভাসমান অবস্থায় দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’শিশুই মারা যায়।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন