তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করতেই সাম্প্রদায়িক জঙ্গিবাদীরা দেশে ব্লগার হত্যা করছে। সরকারের কঠোর পদক্ষেপের কারণে পিছু হটে যাওয়া জঙ্গিবাদী গোষ্ঠী নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতেই গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তাদের এ প্রচেষ্টা কখনোই সফল হবে না।
আজ শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জাসদের এক কর্মীসভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশে বিভিন্ন সময়ে ইমাম হত্যা, আহমদিয়াদের উপর হামলা, ব্লগার হত্যা সবই একই সূত্রে গাঁথা। জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তিনি।
দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্প আধুনিকায়নকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মানসম্মত চলচ্চিত্র নির্মাণকে সরকার উৎসাহিত করছে। প্রেক্ষাগৃহের আধুকায়নেও সরকারের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে প্রেক্ষাগৃহ মালিকদেরও সহযোগীতার পরিকল্পনাও সরকারের রয়েছে।
এদিকে, পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে সূচীত্রা সেন চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন