ঝিনাইদহ জেলার শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় কালু শেখ (১৪) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে উপজেলার গাড়াগঞ্জে একটি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালু শেখ শৈলকুপা পৌর এলাকার সাউদিয়া গ্রামের শওকত শেখের ছেলে।
নিহতের মামা মান্নান জানান, রবিবার সকালে শৈলকুপার গাড়াগঞ্জ নায়েব জোয়ার্দ্দের তেল পাম্প থেকে ট্রাকে তেল নিচ্ছিলেন কালু শেখ। তেল নেওয়া শেষে সে ট্যাংকের মুটকি দিচ্ছেলেন। এ সময় ড্রাইভার গাড়ি চালানো শুরু করলে হেলপার কালু শেখ ট্রাকের নিচেয় পিষ্ট হয়ে মারাত্বক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব