সিরাজগঞ্জের শাহজাদপুরের দুই শ্রমিককে রংপুরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের গ্রেফতারের দাবীতে বাঘাবাড়ী ট্যাংকলরী শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত হয়েছে। শনিবার রাতে প্রশাসনের সাথে বৈঠকের পর আগামী ৭ দিনের জন্য ধর্মঘট স্থগিত করে শ্রমিক নেতারা। এতে ফের আজ সকাল ৯টার থেকে উত্তরাঞ্চলে তেল-সার সরবরাহ শুরু হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহম্মেদ জানান, শনিবার সন্ধ্যার পর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ট্যাংকলরি শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হয়। বৈঠকে প্রশাসনের দেয়া আশ্বাসের ভিত্তিতে রবিবার সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট স্থগিত করেন। সকাল ৯টার দিকে প্রশাসনের উপস্থিতিতে তেল সরবরাহ শুরু হয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সভাপতি শাহজাহান সিরাজ জানান, প্রশাসনের আশ্বাসে আগামী ৭ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে খুনীদের গ্রেফতার করা না হলে পুনরায় ধর্মঘট শুরু হবে।
উল্লেখ্য, ২১ মার্চ সিরাজগঞ্জ ট্যাংকলরির চালক ও হেলপারকে ছিনতাইকারীরা নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদ ও খুনীদের গ্রেফতারের দাবীতে শ্রমিকরা শনিবার থেকে এ ধর্মঘট আহবান করেছিলেন। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় তেল-সার সরবরাহ বন্ধ হয়ে পড়েছিল।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৮