বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার দায়ে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টশনে ৬৩৪ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ টিম। এসময় জরিমানা করা হয় ১ লাখ ২৭ হাজার ৭৭৫ টাকা।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলস্টেশনে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) সর্দার শাহাদৎ হোসেন। অভিযানে ৪ জন পরিদর্শক ও ২৬ জন টিকিট চেকার অংশ নেন।
ভৈরব রেলওয়ে থানা সুত্রে জানা যায়, ১৫টি আন্তঃনগর ও মেইল ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৬৩৪ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৭৫ টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১০