কক্সবাজারের টেকনাফে র্যাব বিজিবির যৌথ অভিযানে ৮ হাজার একশ' ৯০ পিস ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গত শনিবার রাতে র্যাব বিজিবির যৌথ একটি টিম মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া ও উত্তর জালিয়াপাড়া এলাকার সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মো. জালাল আহম্মেদের ছেলে মো. সেলিম (৪০), উত্তর জালিয়াপাড়া আব্দুল শুক্কুরের ছেলে সৈয়দ আলম (২৬), কে কে পাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে আবু বক্কর (২৮) ওরয়ে মেশিন মনির এবং টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আব্দুল মাজেদ (৩০)।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৫৭ হাজার টাকা। ইয়াবাসহ আটককৃতদের থানায় হস্তান্তর করে ইয়াবা নিজ হেফাজতে রাখা ও বহন করার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/শরীফ