সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি চালিত লেগুনাচাপায় আব্দুল হালিম মন্ডল (৩৮) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম উপজেলার রামকান্তপুর (নদীর পূর্বপাড়) গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আলহাজ্ব আলী জানান, ব্যবসায়ী হালিম মন্ডল পাটের ছালা ও বস্তাসহ সাইকেল চালিয়ে উল্লাপাড়ার দিকে ফিরছিলেন। এ সময় পিছন থেকে একটি লেগুনা সজারে ধাক্কা দেয়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা উল্লাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। লেগুনাটিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব