প্রস্তাবিত “শিক্ষা আইন ২০১৬” এর কয়েকটি উপধারা সংশোধনের দাবীতে মুখে কালো কাপড় বেঁধে লক্ষ্মীপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। আজ লক্ষ্মীপুরের কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
জেলার ৫টি উপজেলার পুস্তক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতিবাদ সমাবেশ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম খান, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা এ সময় প্রস্তাবিত শিক্ষা আইনে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থবিরোধী কয়েকটি উপধারা সংশোধনের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১১