নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলার বাখলা নদীতে ডুবে রবিবার দুপুরে জাহিদুল (৪) ও সামিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামে অন্যদের সাথে গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়। পরে শিশুদের অভিভাবক ও স্থানীয়রা নদীতে তল্লাশী চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন।
নিহত শিশু জাহিদুল ইসলাম শিবনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং সামিয়া আক্তার পার্শ্ববর্তী বাড়ির আব্দুল করিমের মেয়ে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাখলা নদীতে গ্রামের অন্য শিশুদের সাথেই ওরাও নেমেছিল গোসল করতে। এরপর এক সময় অন্যরা উঠে গেলেও দুটি শিশুকে খুঁজে পাচ্ছিল না। পরে বাড়িতে খবর দিলে স্থানীয়রা সহ সকলেই পানিতে নেমে শিশু দুটিকে উদ্ধার করে। ততক্ষণে শিশু দুটি মারা যায়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ খবরটি কেউ জানায়নি।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা