ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনোয়ারা বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দিবাগত রাতে উপজেলার খড়মপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল উপজেলার খড়মপুর-বাইপাস এলাকায় একটি অটোরিকশায় অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ আড়াই লাখ টাকাও উদ্ধার করা হয়।
আটক আনোয়ারা উপজেলার মুর্শিদপাড়া মহল্লার কামাল মিয়ার স্ত্রী। আনোয়ারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা করে আসছিলেন। তার স্বামী-ছেলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা