ফরিদপুর পৌরসভার দুই পরিচ্ছন্নতা কর্মীর খুনের ঘটনায় বিপাকে পরেছে পুলিশ। এখন পর্যন্ত আলোচিত এ খুনের কোন রহস্যই উদঘাটন করতে পারেনি তারা। তবে আভ্যন্তরীন কোন্দল, নারী ঘটিত, মাদক সংক্রান্ত বিষয়সহ আরো কয়েকটি বিষয়কে সামনে রেখে পুলিশ এবং র্যাব তদন্ত করছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় আটকৃত ১০ শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার দুই দিন পার হলেও প্রকৃত খুনিদের সনাক্ত বা গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে হরিজন সম্প্রদায়ের মধ্যে।
রবিবার সকাল ১০ টায় পৌর কার্যালয়ের সামনের মুজিব সড়কে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য দেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন, সামসুল আরেফিন সাগর, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এনজিও ব্যক্তিত্ব আনম ফজলুল হাদী সাব্বির, হরিজন সম্প্রদায়ের সভাপতি রিপন জমাদ্দার, নিহত মানিকের বাবা কিশোর জমাদ্দার প্রমুখ।
বক্তব্যে পৌর মেয়র এ খুনের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে খুনিদের আটক করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪