প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’র কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে নীরব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া জেলার সমস্ত পুস্তক ব্যবসায়ীরা প্রতিবাদের অংশ হিসেবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণ দিবস বন্ধ রাখেন। আজ রবিবার বেলা সোয়া ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের পুরান বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এসময় মাদারীপুর পুস্তক প্রকাশক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক সরদার ও সাধারণ সম্পাদক আমির হোসেন আজাদ শিকদারসহ মাদারীপুরের পুস্তক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শিক্ষা আইন ২০১৬’র খসড়ায় সৃজনশীল সহায়ক গ্রন্থ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/শরীফ