বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কালমেঘা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী গৃহবধূ সেতারা বেগম জানান, সোমবার ভোররাতে ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গেলে মানুষের মতো কিছু একটা দেখতে পান। এ সময় তিনি একটি লাঠি দিয়ে নাড়াচাড়া করার পরে একটি নারীর লাশ দেখে সবাইকে জানান। পরে খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মৃতদেহের বয়স ১৭/১৮ বছর হবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব