শিল্পনগরী বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী নবম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের কামাড়গাড়ী এলাকায় এই মেলা চলছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন সিআইপি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল ।
মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা তবে ৮ বছরের কমবয়সী শিশু এবং প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন মেলা ব্যবস্থাপনার দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. বাদল।
উল্লেখ্য, বিভাগীয় শহরগুলো ব্যতীত দেশের শুধু দুটি জেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন রয়েছে। এর একটি বগুড়া অপরটি পার্বত্য চট্রগ্রাম জেলা।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ