ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় সোলাইমান হোসেন (২৩) নামে দায়িত্বরত এক কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। সোমবার দুপুরে থানার ভেতরেই নিহত হন তিনি।
সোলাইমান যশোর সদরের দায়েরতলা গ্রামের মৃত মোদাচ্ছের আলির ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন বলেন, সোলাইমান চাইনিজ রাইফেল নিয়ে থানায় ডিউটি করছিলেন। অসাবধনতাবশতঃ তার রাইফেল থেকে গুলি বের হয়ে বুকে লাগে।
সহকর্মীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ