বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার তাজেম ইট ভাটা থেকে দীর্ঘ ৫ মাস ধরে নির্যাতনের শিকার শিশুসহ ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব-৮।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে উদ্ধার হওয়া শ্রমিকরা হলো নুপুর সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, কালাম মোড়ল, হামিদ খাঁ, মাহাবুবুর রহমান, সিরাজ গাজী, মুসা সরদার, খলিল খাঁ, কামরুল ইসলাম, মজিদ গাজী, সোহেল খাঁ ও কামরুল হোসেন। এদের বাড়ি সাতক্ষ্মীরা জেলার তালা উপজেলার হাজরা কাঠীতে। এ ঘটনায় ইটভাটার ম্যনেজার মো. মিলনসহ শ্রমিকদের দালাল কবির হোসেনকে আটক করেছে র্যাব।
উদ্ধার শ্রমিকদের একজনের আত্মীয় পরিচয়দানকারী মো. হালিম জানান, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার গত ৫ মাস ধরে ওই ১৩ শ্রমিককে জিন্মি করে তার দক্ষিণ বাইশারীর মেসার্স তাজেম ব্রিকস ভাটায় আটকে রাখে। প্রতিদিন দিনের বেলায় ওই শ্রমিকদের দিয়ে কাজ করাতো। রাতে নির্যাতন চলতো। তাদের রাখা হতো অর্ধাহারে অনাহারে। দেয়া হতো না পারিশ্রমিকও।
এ অবস্থায় তিনি (হালিম) র্যাব-৮ সদর দপ্তরে অভিযোগ দাখিল করলে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ১৩ শ্রমিককে উদ্ধার করে।
র্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, ইটভাটার শ্রমিক নির্যাতনে জড়িতদের মধ্যে দুইজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তাদের পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া শ্রমিকদের তাদের স্বজনদের জিন্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ