বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় শহিদুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিনগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। শহিদুল শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার আনছার আলী মন্ডলের ছেলে।
রাত সাড়ে ১২টায় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বিষয়টি জানান। তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
তবে তৎক্ষণাৎ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন