মুন্সিগঞ্জের মোক্তারপুর ব্রিজের কাছে দায়িত্ব পালন করার সময় ট্রাকচাপায় দুই পা হারিয়েছেন কুবাদ (৪৫) নামে এক ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, সকালে মোক্তারপুর ব্রিজের কাছে দায়িত্ব পালন করছিলেন কুবাদ। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর পর ট্রাকসহ চালক জয়নুল আবেদীনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন