চট্টগ্রাম থেকে অপহরণের ১৬ ঘণ্টা পর কক্সবাজার থেকে আড়াই বছরের শিশু তাহিকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কক্সবাজার জেলার ঈদগাঁ মাইজপাড়া এলাকার একটি বাড়ি থেকে নামের ওই শিশুকে উদ্ধার করা হয়।
অপহরণের পুলিশ এক তরুণীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হলেন: জাহেদ হোসেন বাপ্পা (২৫), মনজুর আলম (৪৫) ও সুমি আক্তার (২২)।
অপহরণ হওয়া শিশু জান্নাতুল মাওয়া তাহি দক্ষিণ-মধ্যম হালিশহর মাইজপাড়া এলাকার আবু সাহেদের মেয়ে।
থানা সূত্রে খবর, সোমবার দুপুরে বাসার সামনে থেকে তাহিকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশি জাহেদ হোসেন বাপ্পা। এরপর শিশুটিকে কক্সবাজার তার প্রেমিকা সুমির কাছে রেখে রাতে চট্টগ্রামের বাড়িতে ফিরে আসে। পরে সোমবার বিকালে অপরিচিত একটি নম্বর থেকে তাহির বাবাকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা মঙ্গলবার সকালে চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় নিয়ে যেতে বলা হয়। বিষয়টি থানায় জানানো হলে ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে রাতে জাহেদকে তার বাসা থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের ঈদগাঁ থেকে সুমিকে গ্রেফতার করা হয়। সুমির দেওয়া তথ্যে তার প্রতিবেশি মনজুর আলমের বাড়ি থেকে তাহিকে উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ রশিদা