কুমিল্লার চৌদ্দগ্রামে ৪’শ পিছ ইয়াবা ট্যাবলটে ও ৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গুনবতীর খাটরা গ্রামের ইছাক মিয়ার ছেলে আহসান উল্যাহ, নোয়াখালীর বেগমগঞ্জের লতিফপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৯) ও আবুল কাশেমের ছেলে মাসুদ (২২)।
সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুড়ি ও খাটরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই সুজন চন্দ্র ও কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাদাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুড়ি ব্রিজ এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আনোয়ার ও মাসুদকে আটক করা হয়।
অপরদিকে খাটরা এলাকা থেকে ৪’শ পিছ ইয়াবাসহ আহসান উল্যাহকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৭