ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ কুদ্দুস আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিল করে রির্টানিং অফিসার মোঃ আবুল খায়ের।
জানা গেছে, মোঃ কুদ্দুস আলী গাজীরটেক ইউনিয়নে বিএনপির সমর্থন পান এবং মনোনয়নপত্র জমাদেন। মনোনয়নপত্রের হলফনামায় তিনি সাজাপ্রাপ্ত আসামী থাকার তথ্য গোপন করেন। ফলে রির্টানিং অফিসার তার মনোনয়নপত্রটি বাতিল করেন।
রির্টানিং অফিসার মোঃ আবুল খায়ের জানান, চরভদ্রাসন থানার মামলার (জিআর-২২/৯৭) রায় ১৯ নভেম্বর ২০১২ সালে প্রকাশ হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ফরিদপুর উক্ত মামলার রায়ে দন্ডবিধির ৩২৬ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ২৬ (২) ধারা মোতাবেক উক্ত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
সম্প্রতি বিভিন্ন পত্রিকায় ‘সাজাপ্রাপ্ত আসামীকে মনোনয়নে তোলপাড়’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের সূত্র ধরেই তথ্য গোপনের অভিযোগ আনা হয় বিএনপির মনোনীত প্রার্থী মোঃ কুদ্দুস আলীর বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৮