হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে নোয়াখালীতে সরকারি জায়গায় বেসরকারি পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী নাগরিক অধিকার মোর্চা।
জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে সকাল ১০টা থেকে আয়োজিত সকল কর্মসূচিতে রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সিপিবি, জেএসডি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মৌমাছি কচিকাঁচার মেলা, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পথসভায় সংস্কৃতি কর্মী এজাজ আহমেদ, রিটকারীদের পক্ষে এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, প্রতিদিন আমার সংবাদের সম্পাদক জামাল হোসেন বিষাদ, এনআরডিএসের প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুনসহ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ অবিলম্বে অবৈধ ড্রিম পার্কের সমস্ত কার্যক্রম বন্ধ করা এবং জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৬/ রশিদা