বরিশালের মুলাদী উপজেলা সদর সংলগ্ন জয়ন্তি নদীতে অভিযান চালিয়ে ৩০টি ব্যারেল বোঝাই প্রায় ৬ লাখ চিংড়ির রেনু পোনাসহ ২৪ জন শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ। আজ সকাল ১০ টার দিকে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল মোতালেবের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়।
আটককৃত ২৪ শ্রমিককে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মে. আব্দুল মোতালেব জানান, গোপন সংবাদ পেয়ে জয়ন্তি নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে ৩০ টি ব্যারেল বোঝাই ৬ লাখ চিংড়ির রেনু পোনা উদ্ধার এবং ট্রলারে থাকা ২৪ জন শ্রমিককে আটক করেন তারা।
রেনু পোনা বহনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদের ভ্রাম্যমান আদালত আটক ২৪ শ্রমিকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেন।
আটককৃতদের বাড়ি লক্ষ্মীপুর এবং ভোলা জেলায়। জব্দকৃত রেনু পোনা সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসনের উপস্থিতিতে জয়ন্তি নদীতে অবমুক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪