নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়।
সকাল ১০ টায় ২ দিনব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারী স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি ও সহযোগী অধ্যাপক ডা. মিল্টন তালুকদার ও অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম।
পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কপোরেশনের নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে এ নিয়ে সকাল সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/ হিমেল-১৫