বরিশাল-বানারীপাড়া সড়কের দেবুরপাড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিখিল রঞ্জন বিশ্বাস (৬৮) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক কাওড়াকান্দি এলাকার জুয়েলকে আটক করে পুলিশ।
নিখিল রঞ্জন উপজেলার জম্বুদ্বীপ এলাকার বাসিন্দা।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, শনিবার সকালে বানারীপাড়া থেকে যাত্রী নিয়ে কাওড়াকান্দি ফেরীঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মোটরসাইকেল। দেবুরপাড় এলাকা অতিক্রমকালে পথচারী নিখিল রঞ্জনকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে বৃদ্ধ নিখিল গুরুতর আহত হয়। চালক জুয়েল দ্রুত নিখিল রঞ্জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করে। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিখিল রঞ্জন মারা যায়। এ সময় স্থানীয়রা চালক জুয়েলকে মারধর করার উদ্যোগ নিলে তাকে (জুয়েল) আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৬/ রশিদা