চট্টগ্রামে দীপ্তটিভির ২ জনসহ ৪ সাংবাদিককে মারপিট ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সমানে চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ফেরদৌস হাসান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোমান আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ইনডিপেন্টডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর, প্রচার সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ। কর্মসূচিতে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা কখনই পুলিশ ও সরকারের প্রতিপক্ষ নন। গত ২৪ এপ্রিল চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে দীপ্ত টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আনিছুর রহমানসহ ৪ সাংবাদিককে ভূমিদস্যু ও দুর্বৃত্তের হাতে নির্যাতনের শিকার হন। ঘটনার ৬ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৬/ রশিদা