পাবনায় দুদকের মামলায় বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনা বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল কুদ্দুস এ রায় দেন।
পাবনা বিশেষ জজ আদালতের (দুদকের) পিপি আব্দুর রহিম জানান, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আব্দুল বাতেনসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদক পাবনা অফিসের উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে গত বছরের ৩১ আগস্টএই মামলাটি করেন। বিষয়টি নিয়ে জেলার সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলায় অভিযুক্তরা হলেন: বেড়া পৌর মেয়র আলহাজ আব্দুল বাতেন, বেড়া পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার, সাবেক সচিব বর্তমান পঞ্চগড় পৌরসভার সচিব মো. রাশিদুর রহমান, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার, মোছা. জাকিয়া খাতুন এবং হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।
এর আগে গত বছরের ২৭ আগস্ট বেড়া থানায় সাড়ে ৭৬ লাখ টাকা এবং ২ লাখ ৩ হাজার সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ ১৪ জনের নামে পৃথক আরও দুটি মামলা করে দুদক। তিনি মামলার এজাহারের বরাত দিয়ে আরও জানান, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলার বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ বেড়া সিএন্ডবি করমজা নতুনহাটের ৬ লাখ ৭৮ হাজার ৩১৭ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনিসহ আসামিরা দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে বেসরকারী ব্যাক্তি মালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে টানা ১৩ বছর অবৈধভাবে ভোগদখল করে সরকারের বিপুল রাজস্বের ক্ষতি করে ব্যক্তিগত লাভবান হয়েছে। বিধি মোতাবেক সরকারি কোষাগারে টাকা জমা দেননি তারা।
দুদক পাবনা অফিসের উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বলেন, মামলাটি পাবনার বিশেষ জজ আদালতে পরিচলিত হচ্ছে। মঙ্গলবার মামলার দিন ধার্য্য হলে মামলার আসামী শহিদুল ইসলাম হজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আব্দুল কুদ্দুস তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠনোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ আফরোজ