বরিশালের বানারীপাড়া উপজেলা সংলগ্ন সন্ধ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১০ দিন পর শিশু মাহিনের (৬) লাশ উদ্ধার হয়েছে। আজ দুপুরে সন্ধ্যা নদীর ব্রাক্ষ্মনকাঠী পয়েন্টে শিশুর লাশটি ভেসে উঠলে পরিবারের লোকজন মাহিনের মরহেদ উদ্ধার করে।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, দুপুরে সন্ধ্যা নদীর ব্রাক্ষ্মনকাঠী পয়েন্টে মাহিনের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তা উদ্ধার করে।
গত ২৭ এপ্রিল রাতে উপজেলার খোদাবক্স গ্রাম থেকে নৌকায় ব্রাক্ষ্মনকাঠী যাচ্ছিলেন মাহিন ও তার নানা আনোয়ার বেপারী এবং নানী সালেহা বেগম। পথিমধ্যে একটি ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় সালেহা আহতাবস্থায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আনোয়ার নিহত এবং শিশু মাহিন নিখোঁজ হয়।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-২২