চাঁদপুরের মতলবের চেঙ্গারচরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের নাম আয়াত আলী (৬০) ও আসাবি বেগম (৫০)। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার সিকিরচর এলাকার প্রধানিয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কামাল খান জানান, সন্ধ্যার পর বাড়ির আঙ্গিনায় বোরো ধানের খড় ওঠানোর কাজ করছিলেন আয়াত আলী ও তার স্ত্রী। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হলে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ