বরিশাল সদর উপজেলা রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর থেকে ২টি পাইপগান ও ২টি চাপাতি সহ আলম মীর নামে এক ব্যক্তিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে আলমকে আটক করা হয়। আটককৃত আলম ওই এলাকার মৃত সৈয়দ মাজেদ মীরের ছেলে।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দক্ষিণ কড়াপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আলমকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী আলমের বসত ঘর থেকে উদ্ধার করা হয় দেশে তৈরী ২ টি পাইপগান এবং ২টি দেশীয় ধারালো অস্ত্র।
আলম দীর্ঘদিন ধরে পাইপগান ও ধারালো অস্ত্রের ব্যবসা করে আসছিলো। তার কাছ থেকে দূর-দূরান্তের সন্ত্রাসীরা অস্ত্র কিনে নিতো বলে জানিয়েছেন সহকারী কমিশনার আবু সাঈদ।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-২৩