রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। রশীদ ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী জানান, ‘বেলা একটার দিকে আমাদের দলীয় প্রার্থী হারুন অর রশীদ চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করতে যান। এসময় পুুলিশ তাকে গ্রেফতার করে’।
তিনি অভিযোগ করে বলেন, ‘হারুন অর রশীদ গত নির্বাচনে গোপালপুর ইউপিতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার পরাজিত করতেই তাকে মাঠে নামতে দেওয়া হচ্ছিলনা। এছাড়া তাকে গ্রেফতারে তার বাড়িতে একাধিকবার তল্লাশী চালায় পুলিশ’।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, হারুন অর রশীদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আত্মগোপনে থাকার পর শনিবার দুপুরে হারুন অর রশীদ চিলাখাল ভোট কেন্দ্রে গেছেন এমন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয়’।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে শনিবার মিঠাপুকুরের ১০ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-২৫