বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যাক্তির লাশ ২২ ঘণ্টা পরে আজ শনিবার সকাল ১০টায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শ্রেণিখালী এলাকায় নদীর চরে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়।
শুক্রবার বেলা ১২টার দিকে নিজ বাড়ির সামনে নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায় বারইখালী গ্রামের মৃত তাছেন উদ্দিন হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)। এদিন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ডুবুরিদল নিয়ে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বিডি-প্রতিদিন/ ০৭ মে, ২০১৬/ আফরোজ